বিজয় বার্তা ২৪ ডট কম
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক খানপুর চিলড্রেন পার্ক মাঠে সোমবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি এ বি এম সিরাজুল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার কথা বলে রাজনৈতিক দলগুলো যেভাবে তাদেরকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তা বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরী বাজার দর অনুযায়ী নির্ধারণ করতে হবে। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, চাকুরীর নিশ্চয়তা বিধান করত হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। তিনি শ্রমিকদেরকে উজ্জীবিত করতে মালিক পক্ষকে সদয় হওয়ার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি আলহাজ্ব নুর হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহাবুব মোর্শেদ, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা আহমদ আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসেন, মহানগর সভাপতি ডাঃ শরিফ মোঃ মোসাদ্দেক, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি মুফতি আব্দুল গণি, বন্দর থানা সভাপতি মুফতি আবুল কাসেম, রূপগঞ্জ থানার সভাপতি মুফতি ফখরুদ্দীন কাসেমী, খেলাফত মজলিস নেতা মোঃ এমদাদ হোসেন, কামরুল হাসান পায়েল ও ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শাব্বির আহমদ প্রমুখ। আলোচনা সভায় ইসলামী সংগীত পরিবেশন করেন দাবানল শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ। পরে সভা শেষে খানপুর থেকে শ্রমিকদের তাৎপর্য নিয়ে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিআইটি মসজিদের সামনে গিয়ে সমাপ্তি ঘটে।