বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুনরায় আলোচনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সোমবার ১ মে বিকেলে ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস-২০১৭ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার এ আলোচনা হয়।
এ সময় দুজনকে বেশ হাস্যোজ্জল দেখা গেছে। আলোচনার সময় পাশেই উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জে শ্রমিকদের জন্য একটি শ্রমিক হাসপাতাল, বিসিক শিল্পনগরীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বন্দরের মদনগঞ্জের শান্তিরচরে নতুন শিল্প নগরী নীটপল্লী স্থাপন, শহরের বরফকল ঘাটে কন্ট্রিনার পোর্ট স্থাপন, চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় নতুন শিল্পনগরী গড়ে তোলা সহ ঢাকার কেরানীগঞ্জের পানগাঁ কন্ট্রিনার পোর্টের কার্যক্রম বেগবান করার বিষয় গুলো তুলে ধরেন।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের উন্নয়ন তার সর্বাত্মক সহযোগীতা করার ব্যাপারে সেলিম ওসমানকে প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থাপন করার বিষয় গুলোর প্রতিটি বিষয় সেলিম ওসমান আরো আগেই তার কাছে উপস্থাপন করে ছিলেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদনগঞ্জের শান্তিরচরে নীটপল্লী স্থাপনের অনুমোদন দিয়েছেন এবং নীটপল্লী নির্মাণের প্রশাসনিকভাবে কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সরকারী ভাবে প্রায় ৩ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী হস্তক্ষেপে পঞ্চবটিতে বিসিক শিল্প নগরীতে ফায়ার সার্ভিস স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায় রয়েছে।
বন্দরে স্কুলে নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পুরান বন্দর এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুলে উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ মে দুপুরে স্কুলটির পরিচালনা পর্ষদের উদ্যোগে স্কুলের সম্মেলন কক্ষে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় প্রয়াত সাংসদ নাসিম ওসমান ও তার পরিবারের মৃত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা সহ এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়ার পূর্বে জেলা জাতীয় পার্টির আহবায়ক ও নাসিম ওসমান মডেল হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল জাহের নাসিম ওসমান মডেল হাইস্কুলটি প্রতিষ্ঠার ব্যাপারে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের জোড়ালো ভূমিকা এবং তার মৃত্যুর পর নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে স্কুলটির উন্নয়ন ও আধুনিকায়ন করার বিষয় গুলো তুলে ধরেন।
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য হুমায়ন কবির, শাহাবুদ্দিন সাবা, স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য চাঁন শরীফ, মাঈনউদ্দিন মানু, শরীফ মোল্লা, আনিস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।