বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীপুল এলাকায় স্বামীকে চোর আখ্যায়িত করে স্ত্রীরকে গাছে বেধে নির্যাতন করে সুফিয়ান গং। রবিবার মিজমিজি আব্দুল আলীপুল এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, মোসাঃ বেবি আক্তারের স্বামী শরিফ মিয়াকে চোর আখ্যায়িত করে তাকে খুঁজতে তার বাড়িতে যায় ঐ এলাকার মাইফুল্লা মাষ্টারের ছেলে সুফিয়ান (২৭), আব্দুর রবের ছেলে মানিক (২৯) এবং আলী নুরের ছেলে স্বপন (২৫)। ঐ সময় শরিফের স্ত্রী বেবি আক্তার র্গামেন্টসের ডিউটিতে যাচ্ছিল তখন তারা শরিফকে না পেয়ে শরিফের স্ত্রী বেবি আক্তারকে ধরে নিয়ে যায়। পরে তারা তাদের বাড়িতে নিয়ে একটি গাছের সাথে ওরনা দিয়ে বেধে শারীরিক নির্যাতন করে । তারপর সুফিয়ান গংয়ের বাড়ির লোকজন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার কাছে গিয়ে বেবিকে গাছে বেধে নির্যাতনের কথা শিকার করলে হাজী ইয়াসিন মিয়া তাদের উপর রেগে গিয়ে বেবিকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। পরে বেবি সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করে। বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিদ্ধিরগঞ্জ থানার এস আই আমিনুল ঘটনা স্থল পরিদর্শন করে বলেন বিষয়টি তদন্ত করা হয়েছে এলাকাবাসী অনেকের কাছে যেনেছি। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনঅনুগ ব্যবস্থা নেওয়া হবে।