বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা গোয়েন্দা পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশ পৃথক অভিযানে ২’শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার এস আই আতাউর রহমান জানান, গত শনিবার রাতে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসদাইর গুদারঘাট এলাকার রফিকের ছেলে মোহন (২৮) এবং মৃত বাদলের ছেলে আঃ আজিজ (২৮)কে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই দিন ফতুল্লার তল্লা সুপারীবাগ এলাকা থেকে ১কেজি গাঁজাসহ মাহবুব গাজীর ছেলে মেহেদী হাসান পাপ্পু (২২)কে গ্রেপ্তার করা হয়।
পৃথক অপর এক অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ এস আই মাজাহারুল ইসলাম জানান, গতকাল রোববার সকালে ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাহবুব (২০), এবং মৃত ফজলুল হকের ছেলে আলমগীর হোসেন(২৮) কে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত মাদক উদ্ধারের ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।