বিজয় বার্তা২৪ ডটকমঃ
দুই দশকের মধ্যে এই প্রথম ব্রাজিল জুড়ে ধর্মঘট পালন করলো একাধিক শ্রমিক সংগঠন। ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয় পেনশন সংস্কারের প্রস্তাব বিরোধী এই প্রতিবাদ কর্মসূচি।
ধর্মঘটের কারণে স্থানীয় সময় শুক্রবার সকাল থেকেই ব্রাসিলিয়া, সাও পাওলো, রিও ডি জেনিরিওসহ ব্রাজিলের প্রধান শহারগুলোর বেশিরভাগ রাস্তা বন্ধ ছিলো। দিনভর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নিরুত্তাপ ধর্মঘট পালন হলেও বিকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রিও ডি জেনিরিওতে পুলিশের বাধায় সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও স্টান গ্রেনেড ব্যাবহার করে পুলিশ। ভাঙচুর হয় নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সিটি সেন্টার ও শপিং মল।
আগুন দেয়া হয়েছে একাধিক যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়িতে। সাও পাওলোয় প্রেসিডেন্ট মিশেল তেমেরের ব্যক্তিগত বাসভবনের দিকে বিক্ষোভকারীরা যেতে চাইলে পুলিশ বাধা দেয়।
এতে, এই বাসভবনের আশপাশের রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অর্থনৈতিক দুরবস্থা কাটাতে গেলো সপ্তাহে ব্যায় সংকোচন নীতির একটি প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়। এতে, অবসরের মেয়াদ বৃদ্ধি ও পেনশন ভাতা কমানোর প্রস্তাব দেয়া হয়েছে।