নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দর থানা পুলিশ অপহরণ ও চুরির মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এরা হচ্ছে বন্দর রূপালী গেইট এলাকার মৃত আক্তার হোসেন ওরফে কাইল্লা আক্তারের ছেলে জামিল(৪২) ও পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার মৃত বাহাউদ্দিন মিয়ার ছেলে মমিন(২৬)। ধৃতদের মধ্যে জামিলকে চুরির মামলার ওয়ারেন্টের বলে এবং মমিনকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতদের শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।