জাহিদুর রহমান তারেক,ঝিনাইদহ, বিজয় বার্তা ২৪
ঝিনাইদহে পহেলা বৈশাখের উৎসব উপলক্ষে ‘নতুন পোশাক না পেয়ে’ এক কিশোরী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলার কাজী নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূপুর (১৪) দরিদ্র কৃষিজীবী আব্দুস সাত্তারের মেয়ে ও কামান্না হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম সাংবাদিক জাহিদুর রহমান তারিক কে জানান, সাম্প্রতিককালে পহেলা বৈশাখে অনেকেই নতুন পোশাক পরে। পড়শিদের দেখাদেখি নূপুর তার বাবার কাছে নতুন পোশাকের আবদার করেছিল। দরিদ্র কৃষিজীবী সাত্তার মেয়ের আবদার মিটাতে পারেননি। এই অভিমানে নূপুর নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।