নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক দু,টি অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোদনাইর পাঠানটুলী ও মিজমিজি পাইনাদী এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়,গোদনাইল পাঠানটুলী এলাকার ফরিদ মিয়ার ছেলে আরিফকে(২২) ১৫ পিস ও মিজমিজি পাইনাদী এলাকার আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেনকে(২৮) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।এসআই জসিম উদ্দিন ও আবুল কালাম আজাদ পৃথক ভাবে অভিযান পরিচালনা করে। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দু,টি মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।