বিজয় বার্তা ২৪ ডট কম
বহু বিতর্কিত ও মাদক মামলার আসামী নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর হক হাসান প্রকাশ্যে গোলাম হোসেন (২২) নামে এক ফুটবল খেলোয়ারকে এস এস পাইপ দিয়ে বাম হাত ভেঙ্গে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গরবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কসাইপাড়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে গোলাম হোসেনকে স্থানীয় সুগন্ধা হাসপাতালে পরে নারাযণগঞ্জ ৩০০ শয্যা হাসাপতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোলাম হোসেনের বাবা কাউন্সিলর আরিফুল হক হাসানকে আসামী কে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।এ ঘটনায় কসাইপাড়া, আজিবপুরবাসী হাসানকে ধিক্কার দিয়েছে। গোলাম হোসেনের বাবা সিরাজুল ইসলাম ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাউন্সিলর হাসান৪ নং ওয়ার্ডে জয়নব নামে এক নারীর বাড়িতে হানা দিয়ে — দুই যুবককে মাদক গ্রহনের মিথ্য্া অভিযোগ তুলে মারধর করছিল। ওই সময়ে গোলাম হোসেন ওই পথ দিয়ে যাওয়ার পথে সে দাঁড়িয়ে হাসানের মারধর প্রত্যক্ষ করছিল্। এই সময়ে গোলাম হোসেনের মা গোলাম হোসেনকে ফোন করে জানতে চান কোথায় গোলাম হোসেন। গোলাম হোসেন ফোনে তার মাকে বলেন কাউন্সিলর দুজন ছেলেকে মারধর করছে সেখানে আছি। এই ফোনালাপ কাউন্সিলর শুনতে পেয়ে গোলাম হোসেনকে ধরে মারধর শুরু করে বলে কাকে ফোন করছি, তুই শালা নির্বাচনের সময় ঘুড়ি মার্কার নজরুলের পক্ষে কাজ করেছিন তোকে আজ মেরেই ফেলবো বলে এসএস পাইপ দিয়ে পেটাতে পেটাতে গোলাম হোসেনর বাম হাত ভেঙ্গে ফেলে।স্থানীয়রা গোলাম হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপরদিকে গতকাল বুধবার কাউন্সিলর হাসানের বাড়িরসামনে তার নির্দেশে এবং তার পিতা মতিন মাষ্টারের উপস্থিতিতে হাসানের ক্যাডার ইউসুফ এর নেতৃত্বে ব্যবসয়ীক লেনদেনের জের ধরে একদল সন্ত্রাসী ডেমরার শুকুরসীর ব্যবসায়ী জসিম ঢালী ও তার বায়রা খোকনকে ডেকে এনে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেছে। জসিম ঢালী ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী নজরুলের নাতিন জামাই। একের পর এক হাসান ঘুড়ি মার্কার সমর্থকদের মারধর করছে মিথ্যা মাদক সেবী আখ্যা দিয়ে। শিমরাইলের যুবলীগ নেতা নজরুলের মাটির ব্যবসা বন্ধ করে দিয়েছে কাউন্সিলর হাসান। রাস্তার মধ্যে বাঁশ দিয়ে বেড়া দিয়েছে যাতে কোন প্রকার মাটির ট্রাক রাস্তা দিয়ে চলাচল করতে না পারে। নাসিক ৪ নং ওয়ার্ডবাসী মাদক মামলার আসামী ও কাউন্সিলর আরিফুল হক হাসানের কাছে জিম্মি হয়ে পড়েছে। নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ওয়ার্ডবাসী।