বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর বাসীকে নিরাপদে রাখা আমার দায়িত্ব প্রতিদিন নামাজ পরে দোয়া করি যেন বন্দরে কোনরকম আপত্তিকর কিছু না ঘটে বলেন বন্দর থানার ওসি আবুল কালাম তিনি আরো বলেন আমি আবুল কালাম কোন বিষয় ছোট করে দেখিনা বর্তমানে চোর ডাকাত ছিনতাইকারীরা মাথাচারা দিয়ে উঠার চেষ্টা করছে। বন্দরের পাশ্ববর্তী থানা সোঁনারগায়ে একাধিক বার ডাকাতির ঘটনা ঘটেছে যার দরুন বন্দরে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে। পূর্বের চেয়ে এখন টহল পুলিশ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমি সহ আমার তদন্ত অফিসার প্রতিদিন বন্দরে রাত ভর টহল দিচ্ছি যেন দুষক্রিতিরা কোন রকম আপত্তি কর ঘটনা ঘটাতে সক্ষম না হয়। আমি আমার ফোর্সদের সবসময় বলি সরকার আমাদের বেতন দেয় জনগনের নিরাপত্তার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের বন্দরের দায়িত্ব দিয়েছে। তাই বন্দর বাসীকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।