বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা নন্দলালপুর হতে চালক মোঃ ইসলাম(১৮) অটো রিক্সা সহ নিঁখোজ হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল সাড়ে ১০ টায়। এ ঘটনায় গতকাল ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়রী করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা গেছে,গত ২৩/০৪/২০১৭ইং সকাল সাড়ে ১০টায় চালক মোঃ ইসলাম নন্দলালপুর প্রাইম টেক্সটাইল মিলের সামনে মোঃ ফোরকান এর গ্যারেজ হতে একটি অটো রিক্স্া (টোকেন নং-০৬১০, বডি নং-১) নিয়ে বাহির হয়।এর পর হতে অটো চালক ইসলাম আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোজা-খুজি করে কোন সন্ধান না পেয়ে গতকাল তার বোন রিজিয়া বেগম স্বামী-মোঃ বারেক সাং- নন্দলালপুর,ফতুল্লা,নারয়ণগঞ্জ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়রী করেছেন।