বিজয় বার্তা২৪ নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সিনিয়র জর্জ এইচ. ডব্লিউ. বুশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
হিউস্টন মেথোডিস্ট হাসপাতালে ৯২ বছর বয়সী বুশের চিকিৎসা চলবে। আরো কয়েকদিন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।
সপ্তাহের শেষ নাগাদ তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন বলে তার চিকিৎসক দল আশা করছে।
একটানা কাশি হতে থাকায় ১৪ এপ্রিল বুশকে হাসপাতালে ভর্তি করা হয়। কাশির কারণে তিনি ঠিকমতো বিশ্রাম নিতে পারছিলেন না। স্বাস্থ্য পরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়ে। এই নিয়ে চলতি বছর বুশ তিনবার হাসপাতালে ভর্তি হলেন।
জানুয়ারি মাসে প্রচ- শ্বাসকষ্ট জনিত জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হন।
ফেব্রুয়ারিতে ফ্লুতে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
বুশ ১৯২৪ সালে জন্ম গ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।