৫ লাখ টাকা ‘চাঁদা’ না পেলে বোমা হামলার হুমকিতে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনারের ই-মেইল একটি বার্তা এসেছে। পুলিশের একটি সুত্র থেকে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কথিত হুমকিদাতার ই-মেইল এড্রেস jashim.ahmed@gmail.com থেকে এ হুমকি আসে। ঘটনার পর হাই কমিশন এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।
ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনের, হাই কমিশনার জুলিয়া নিবলেট এর ই-মেইলে একটি বার্তা আসে। তাতে লেখা আছে ৫ লাখ টাকা চাঁদা না দিলে বোমা হামলা করে হাই কমিশন উড়িয়ে দেয়া হবে। চাঁদার টাকা পাঠাতে ওই মেইলে গ্রামীনফোন অপারেটরের একটি মোবাইল নম্বর এবং একটি ব্যাংক একাউন্ট নম্বর দেয়া হয় এবং জনতা ব্যাংক গুলশান শাখার একাউন্ট নম্বরও দেয়া হয়। এ বিষয়ে অস্ট্রেলিয়ান হাই কমিশনের পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।
উড়ো মেইলে থাকা কথিত চাঁদাবাজের ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়। মোবাইল ব্যবহারকারী বলেন, আমি অস্ট্রেলিয়া পড়াশোনার জন্য চেষ্টা করছি। এটা কে করেছে, কেন করেছে আমার জানা নেই।
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এ ধরণের একটি হুমকি এসেছে। আমরা তদন্ত করছি।