বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর (বড়বাড়ি) গ্রামে গতকাল মঙ্গলবার ভোর রাতে গিয়াসউদ্দিন গেসু ও আব্দুল করিমের (সাবেক মেম্বার) বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ২০-২৫ জনের একটি ডাকাতদল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গিয়াসউদ্দিন গেসুর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা ও ৮-১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে একই ডাকাতদল পার্শ্ববর্তী আব্দুল করিমের (সাবেক মেম্বার) দালানের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। এ সময় আব্দুল করিম মেম্বার এক ডাকাতকে ঝাপটে ধরলে, তাদের সঙ্গে থাকা অন্যান্য ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারি ভাবে কুপিয়ে আব্দুল করিমকে মারাত্মক আহত করে। মারাত্মক আহত আব্দুল করিম মেম্বারকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে আহত আব্দুল করিম মেম্বারের ছেলে ও সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের বিশেষ সহকারি সেলিম হোসেন দিপু জানান, তার বাবা এক ডাকা কে ঝাপটে ধরলে, অন্যান্য ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অন্য দ্রুত পালিয়ে যায়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।