নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বুধবার দিবাগত রাত থেকে শুরু হওয়া নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পুণ্য স্নান বৃহস্পতিবার রাত ২টা ৪৭ মিনিট ৫ সেকেন্ডে সম্পন্ন হয়েছে। স্নানে দেশ-বিদেশ থেকে আসা লাখ লাখ পুণ্যার্থী অংশ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো: মোখলেছুর রহমান জানান, কোন অপ্রীতিকর ঘ্টনা ছাড়াই লাঙ্গলবন্দের স্নান সম্পন্ন হয়েছে। পুণ্যার্থীরা স্নান শেষ করে ফিরে গেছেন। যেসব পূণ্যার্থী এখনও রয়েছেন তারা ফিরতে শুরু করেছেন। তবে গত বছরের তুলনায় এবার পুণ্যার্থীর উপস্থিতি কম ছিল বলে তিনি জানান।
উল্লেখ্য, গত বছরের ২৭ মার্চ স্নানোৎসবে পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর প্রানহানির ঘটনা ঘটে। গুরুতর আহত হয় আরো ২০ জন।