বিজয় বার্তা ২৪ ডট কম
মদনপুর শাইরা গার্ডেন যেন মিনি পতিতালয় ভ্রাম্যমান আদালতের জরুরী অভিযান অত্যাবশ্যক । নারায়ণগঞ্জ’র মদনপুরস্থ আন্দিরপাড় এলাকায় গড়ে তোলা শাইরা গার্ডেন এখন মিনি পতিতালয়ে পরিণত হয়ে উঠেছে। প্রাথমিক অবস্থায় গার্ডেন মালিক এটিকে পার্ক হিসেবে স্থাপন করলেও নির্মাণের পর থেকে গোটা পার্কটি যেন মিনি পতিতালয়ে পরিণত করে তুলেছে। দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও মদনপুর-নরসিংদী মহাসড়কের পাশে গড়ে ওঠা শাইরা গার্ডেনে অসামাজিক কার্যকলাপ বন্ধে ইতিপুর্বে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করে। স্থানীয়রা জানায়, বিভিন্নস্থান থেকে প্রাইভেটকারসহ দামী গাড়ীতে করে যুবক-যুবতীরা সকাল থেকে রাত অবধী শাইরা গার্ডেনে প্রবেশ করে। এখানে ছোট বড় ২০ থেকে ২৫টি কক্ষ রয়েছে। একেকটি কক্ষ ভাড়া দেওয়া হয় ৪ থেকে ৫ হাজার টাকা। এখানে দূরদুরান্ত থেকে প্রেমিক-প্রেমিকা ও স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা এসে এসব লাক্সারিয়াস কটেজ ভাড়া করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। দিন রাত অবাধে এখানে চলে অবৈধ কার্যকলাপ। প্র্রশাসনিক অদক্ষতার কারণে গার্ডেনে প্রতিদিনই চলছে কপোত কপোতিদের রঙ্গলীলা। স্কুল কলেজের ছাত্র ছাত্রী হতে শুরু করে তরুন যুবতী এমনকি মাঝারী বয়সের নারী পুরুষেরও অনৈতিক কাযকলাপ করতে প্রতিনিয়তই এটির কটেজগুলোতে সময় পার করে থাকে। জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে গার্ডেন কর্তৃপক্ষ যুগল প্রতি হাতিয়ে নিচ্ছে মোটা অংকের ভাড়া। শাইরা গাডেনের নামে মিনি পতিতালয় পরিচালিত হওয়ায় মদনপুর,আন্দিরপাড়,চানপুর ও ফুলহরসহ আশ পাশের টিনেজ বয়সের ছেলে মেয়েরা বিপথগামী হয়ে পড়ছে। এ কারণে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার করছে। শাইরা গার্ডেনে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসী ভ্রাম্যমান আদালতের জরুরী অভিযান দাবি করছে।