বিজয় বার্তা ২৪ ডট কম
নিজের বসতভিটা রক্ষা করতে থানায় মামলা করে বিপাকে রবু বর্মনের মা বানুরানী । পূর্ব শক্রতার জের ধরে এবং মায়ের করা মামলা তুলে নিতে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে রবুবর্মন নামে যুবককে । এ ব্যপারে সোনারগাঁ থানায় বুধবার রবু বর্মন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ পত্রে উল্লেখ করা হয় আনন্দবাজার এলাকার টেঙ্গারচর গ্রামের বাতেন ও তার ছেলে মোতালেব, মোশারফ, মুহাসীন সহ ৬ থেকে ৭ জনের একদল সন্ত্রাসী একই গ্রামের নবদ্বীপ বর্মনের ছেলে রবু বর্মনের উপর আক্রম করে পিটিয়ে রক্তাক্ত জখম করে । গুরতর আহত অবস্থায় রবু বর্মনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । মায়ের করা মামলা তুলে নিতে এবং পূর্ব শক্রতার জের ধরে তার উপর আক্রমন করেছে বলে উল্লেখ করেছেন রবু বর্মণ । ছেলের করুন অবস্থা দেখে মা বানুরানী এখন দিশেহারা ।