স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, এবারের বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কয়েকেটি টিম মেলা ও মেলার বাইরে অবস্থান করবে।
এদিকে অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমিসহ আশপাশের এলাকায় সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।