বিজয় বার্তা ২৪ ডটকম
শনিবার সকাল ১০ টায় সরকারি তোলারাম কলেজ মাঠ প্রাঙ্গনে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও মৌলবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
প্রধান আলোচকের বক্তব্যে শেখ শাফায়েত আলম সানি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে । ঠিক তখনই তার উন্নয়নকে বাধাগস্থ্য করতে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের সুনামকে ক্ষুন্ন করা । রাজাকার আলবদর পাকিস্তানের বংশদূত এরাই বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে ইসলামের নামে জঙ্গিবাদ করছে। এই জঙ্গিবাদের মাধ্যমে মানুষ হত্যার করে ৭১ এর পরাজিত শক্তিরা আবারও ক্ষমতায় আসতে চায়।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে বিগত দিনের সকল আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ মূখ্য ভূমিকা পালন করেছে নারায়ণগঞ্জ ছাত্রলীগ। আমরা তার নেতৃত্বে আবারও মৌলবাদ জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব । তাই সকল ছাত্র ছাত্রীদের এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ও সরকারি তোলারাম কলেজের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের প্রফেসর মধুমতি চক্রবর্তী, প্রধান আলোচক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাফায়েত আলম সানি। এছাড়া আরো উপস্থিত ছিলেন,শহুর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সানি আহমেদ পরশ, কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাসানাত রহমান বিন্দু, মহানগর নেতা শুভ রায়, সাদ্দাম হোসেন, জেলা ছাত্রলীগ নেতা শাহ আব্দুল কাদির, হাসান জয়, ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইলিয়াস, নাজির, পরশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মধুমতি চক্রবর্তী বলেন, অল্প কিছু গুটিময় জঙ্গি আমাদের কিছুই করতে পারবে না। হয়তো তারা কিছু মানুষকে হত্যা করবে কিন্তু তারা কখনো সফল হতে পারবে না । সবাইকে দায়িত্ব নিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে ।
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ বিশ্ব মন্দার পর উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমে । কিন্তু শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদ করে ইসলামের বদনাম নাম করছে । আর যাতে করে কেউ ইসলামের নামে নতুন করে কোনো জঙ্গিবাদ সৃষ্টি করতে না পারে তার ছাত্র ছাত্রীদের সজাগ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান রিয়াদ, ২০০৮ সালে থেকে যখন পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটে ছিল তখন অনেক স্কুল, কলেজ,,বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল । নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে আমরাই প্রথম সরকারি তোলারাম কলেজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছে ।
তিনি আরো বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কেউ বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্ৰস্থ করতে পারবে না ।