বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন উপলক্ষ্যে রোববার সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এক মত বিনিময় সভা জেলা পরিষদের ডাক বাংলোতে অনুষ্ঠিত হয়। সভায় হিন্দু নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, বাসুদেব চক্রবর্তী, নিরঞ্জন সাহা, সরোজ সাহা, পুলক কান্তি ঘোষাল বাচ্চু, সুজিত সরকার, মানিক সরকার, শংকর সাহা, লোকনাথ দত্ত, বাবুল কৃষ্ণ হাওলাদার, উত্তম সাহা, সুশীল দাস, মনোরঞ্জন দত্ত,বিমল বিশ্বাসসহ জেলা পূজা উদ্যাপন কমিটি ও স্নানোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ। বিমল দত্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,জেলা পরিষদ চেয়ারম্যান আগামী ৩ ও ৪ এপ্রিল অনুষ্ঠিতব্য পূণ্যস্নানে সকল পূণ্যার্থীদের যাতায়াতসহ নির্বিঘ্নে পূণ্য স্নানে অংশগ্রহনের সার্বিক ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনসহ হিন্দু নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।