বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে যৌতুকের দাবীতে ঝর্না বেগম(২০) নামে ২ মাসের অন্তঃস্বত্ত্বা এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে পাষন্ড স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন। শুক্রবার রাতে থানার মদনপুর চাপাতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত গৃহবধূকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধু ঝর্না বেগম সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর এলাকার নাছির মিয়ার ভাড়াটিয়া ছাত্তার মিয়ার মেয়ে। তার বেগমের মা আনোয়ারা বেগম জানান,বন্দরের মদনপুর চাপাতলী এলাকার দুলু মিয়ার ছেলে আনিসের সাথে নগদ ১ লাখ টাকা যৌতুকের বিনিময়ে সামাজিক ভাবে ইসলামী শরিয়ত মোতাবেক আমার মেয়ে ঝর্না বেগমের বিয়ে হয়। বিয়ের ২ মাস না পেরোতেই জামাতা আরো ৫০ হাজার টাকাসহ ১ টি স্বর্নের চেইন দাবী করে। হতদরিদ্র মা মেয়ের সুখের কথা চিন্তা করে ১ টি স্বর্নের চেইন দেয় কিন্তু অতিরিক্ত ৫০ হাজার টাকা দিতে ব্যর্থ হয়। এ নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হয়। কথায় কথায় আমার মেয়েকে জামাতা ও শ^শুরবাড়ীর লোক গালমন্দ করে। এমনকি শারীরিক নির্যাতনও করত। এর ধারাবাহিকতায়,শুক্রবার রাতে আমার মেয়ে ঝর্নাকে যৌতুকের অতিরিক্ত ৫০ হাজার টাকার জন্য চাপ দেয়। আমার মেয়ে দিতে অস্বীকৃতি জানালে তাকে আমার জামাতা ও তার শ^শুরবাড়ীর লোকজন অকথ্য ভাষায় গালমন্দ করে। আমার মেয়ে প্রতিবাদ করলে তার সাথে তর্ক হয়। তর্কাতর্কীর এক পর্যায়ে আমার মেয়ের জামাতা মোঃ আনিছ,ভাসুর মনির ও আমার মেয়ের শ^াশুরী পেয়ারা বেগম অমানুষিকভাবে শারীরিক নির্যাতন করে। আমার মেয়ের আর্ত চিৎকারে আশপাশের লোকজনেরা এসে আমার মেয়েকে প্রানে রক্ষা করে পাশের বাড়ী নিরাপদ স্থানে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনার রাতেই মেয়ের শ্বশুরবাড়িতে গেলে আমাদের উভয়কে মারধর করে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। অন্তঃসত্তা মেয়ের অবস্থা বেগতিক দেখে রবিবার সকালে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।