বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে টোল আদায়কে কেন্দ্র করে পুলিশ ও ঘাট ইজারাদারের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রলার চালকসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। তবে নদীতে ঝাপ দিয়ে প্রাণে রক্ষা পায় আরো বেশ কয়েকজন যাত্রী। রোববার বিকেলে সৈয়দপুর টু মদনগঞ্জ ট্রলার ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে আবদুল কাদির ওরফে এমপি কাদিরকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,বন্দর থানার সহকারি উপ-পরিদর্শক আলম সরোয়ার্দী রোববার সস্ত্রীক সুদূর মুন্সিগঞ্জ শ^শুর বাড়ি হতে বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ১০টায় সৈয়দপুর খেয়াঘাটে পৌঁছলে এ সময় ঘাটের কথিত ইজারাদার দিদার দ্বিগুন টোল দাবি করে। আলম সরোয়ার্দী খেয়া টোল ৫টাকা দিলে এ নিয়ে উভয়ের মধ্যে কিছুটা বাক-বিতন্ডা হয়। ওই সময় আলম সরোয়ার্দী নদী পার হয়ে স্ত্রীকে বাড়িতে পৌছে দিয়ে ফের থানার অপরাপর সহকারি উপ-পরিদর্শক ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মদনগঞ্জ হতে ট্রলারযোগে সৈয়দপুর খেয়াঘাটে গেলে এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই ঘটের ইজারাদার দিদার ও তার সহযোগীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। পুলিশ ট্রলারটি তীরে ভিড়ানোর চেষ্টা করলে ঘাট ইজারাদার দিদার ও তার সাঙ্গ-পাঙ্গরা পুলিশের উপর পাথর নিক্ষেপ করে। দিদার গংয়ের নিক্ষিপ্ত পাথরের আঘাতে ট্রলার চালক কাদির ওরফে এমপি কাদির(২৫)গুরুতর আহত হয়। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ পিছনের দিকে হটে। পরে আহত কাদিরকে আশংকাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।