বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার এক কিশোরী শ্রমিককে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষিত কিশোরীকে উদ্ধারসহ লম্পট রাব্বী (২৩) নামের একজনকে আটক করেছে। ধর্ষনের ঘটনায় কিশোরীর মা সাজেদা বেগম বাদী হয়ে গতকাল শনিবার ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত রাব্বী ফতুল্লার কাশিঁপুর খিলমার্কেট এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
কিশোরীর মা সাজেদা বেগম জানান, সে সহ তার পরিবারের সদস্যরা কাশিঁপুর খিলমার্কেট এলাকায় বসবাস করেন। তার কিশোরী মেয়ে (১৭) একই এলাকায় অবস্থিত চুন্নু গার্মেন্ট নামক এক পোশাক কারখানায় সহকারী হিসেবে কর্মরত ছিল। গত বুধবার সকালে তার মেয়ে কর্মস্থলে যাওয়ার পথে রাব্বী নামের এক ব্যাক্তিসহ তার সহযোগী ৪/৫ জন যুবক বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাযোগে তার মেয়েকে ফতুল্লার পঞ্চবটিস্থ চাঁদনী হাউজিং এলাকায় টুটুল এর বাড়ীতে আটক করে রাখে এবং ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। গত কয়েকদিন খোঁজাখোজি করে না পেয়ে গতকাল শনিবার তিনি ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়েল করলে পুলিশ প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে তার মেয়েকে উদ্ধার করে এবং লম্পট রাব্বীকে আটক করে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় রাব্বিসহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত রাব্বি নামের একজনকে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরন করা হয়েছে।