বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজী (বিআইএমটি) এর ঐতিহ্যবাহী কোর্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিপবিল্ডিং টেকনোলজী এর গৌরবময় একযুগ পূর্তি উপলক্ষ্যে অ্যাসোসিয়েশন অব শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাসডেব) কতৃর্ক আয়োজিত “১ম পূনর্মিলনী ও ১যুগপূর্তি অনূষ্ঠান -২০১৭” ইং এক আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে বিআইএমটি অডিটরিয়াম বন্দর, নারায়নগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত “১ম পূনর্মিলনী ও ১যুগপূর্তি অনূষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জাবেদ আহমেদ, মাননীয় অতিরিক্ত সচিব (প্রশাসন), প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ড. নূরুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষন) জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো, প্রকৌশলী মোঃ জনাব মোঃ আকরাম আলী, অধ্যক্ষ, ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজী, মুন্সিগঞ্জ, জনাব দেওয়ান মোঃ নজমুল হক, উপ-পরিচালক জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো, জনাব লেঃ কমান্ডার (অবঃ) সৈয়দ গিয়াসউদ্দিন, ডেপুটি চীফ ইঞ্জিনিয়ার, ডি.ই.ডব্লিউ, নারায়নগঞ্জ, জনাব এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সভাপতি, নায়ানগঞ্জ প্রেসক্লাব, জনাব তাজুল ইসলাম (নৌ স্থপতি) ব্যবস্থাপনা পরিচালক, বে-টেক সলিউশন, ঢাকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাবা প্রকৌশলী মোছাঃ শরিফা সুলতানা, অধ্যক্ষ বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজী । স্বাগত বক্তব্য রাখেন অ্যাসডেব এর নব নিবার্চিত সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন অ্যাসডেব এর নব নিবার্চিত সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল আরেফিন। উভয় বক্তা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহা নায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিনে সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধাঞ্জলী জানান। তারা শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরকারী চাকুরীতে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে নিয়োগের জন্য অনতিবিলমে¦ গেজেট পাশ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান। মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় BIWTA, BIWTC, সকল জাহাজ নির্মান কারখানা, জাহাজ মেরামত কারখানা, শীপ ডিজাইন হাউজ, বিদ্যুৎ কেন্দ্র সমূহ, পিডিবি, সিমেন্ট ইন্ড্রাস্টি, সার কারখানা, অটোমোবাইল,পল্লী বিদ্যুৎ, ডেসকো, ওয়াসা, গ্যাসফিল্ড,শিল্প, পেট্রোলিয়াম জাত পণ্য (লুব অয়েল,পেট্রোল,ডিজেল) উৎপাদন কারী প্রতিষ্ঠান, বাংলাদেশ রেলওয়ে,বিমান বিভিন্ন গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানী , বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, পায়রা বন্দর, সরকারী ও বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট সমূহ, বিআইএমটি, আইএমটি সমূহ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, সিটি কর্পোরেশন,পৌরসভা, ভোকেশনাল স্কুল, টিটিসি, টিএসসি, সৌর বিদ্যুৎ ,পরমানু গবেষনা কেন্দ্র,ইত্যাদি সহ আরো অনেক সরকারী প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে চাকুরীর সুযোগ দেওয়ার নিমিত্তে সরকারীভাবে গেজেট প্রকাশের জোর দাবি জনান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১১ সালের ২০ মার্চ মদনগঞ্জ সামিট পাওয়ার প্লান্ট, নারায়নগঞ্জ উদ্ভোধনকালে বিআইএমটি তে ডিপ্লোমা শিপবিল্ডিং/মেরিন ইঞ্জিনিয়াদের উচ্চ শিক্ষার জন্য বিআইএমটিতে বি,এস,সি ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর প্রতিশ্রুতি দেয়েছিলেন। বর্তমানে অত্র প্রতিষ্ঠান সহ সম্প্রতি প্রতিষ্ঠিত আরো ৫টি আই.এম.টি -এ শীপবিল্ডিং ও মেরিন ডিপ্লোমা কোর্স চালু থাকায় বিআইএমটিতে বি,এস,সি ইঞ্জিনিয়ারিং চালু করার যোক্তিকতা আরো স্পষ্ট হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই ইনষ্টিটিউট এ বি,এস,সি ইঞ্জিনিয়ারিং কোর্স অতি দ্রুত সময়ে চালু করার উদাত্ব আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে জনাব জাবেদ আহমেদ বলেন, তিনি উক্ত দাবি সমূহের সাথে একাত্বতা ঘোষনা করেন এবং প্রতিশ্রুতি দেন যে, অতি দ্রুততম সময়ের মধ্যে উক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য তার নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি এই রকম আনন্দঘন ও উৎসবমূখর অনুষ্ঠান আয়োজনের জন্য (অ্যাসডেব) এর নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও অনুষ্ঠানের সভাপতিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য আরো রাখেন জনাব ড. নূরুল ইসলাম, প্রকৌশলী মোঃ জনাব আকরাম আলী, , জনাব দেওয়ান মোঃ নজমুল হক, জনাব এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, জনাব তাজুল ইসলাম (নৌ স্থপতি) এবং সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন জনাবা প্রকৌশলী মোছাঃ শরিফা সুলতানা । অনুষ্ঠানের শেষের দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন উপলক্ষ্যে সম্মিলিত কেক কর্তন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে অ্যাসডেব এর নিবাহী কমিটির নিবার্চন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে ইঞ্জিনিয়ার সামশুল আরেফিন কে সভাপতি, ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম কে সাধারন সম্পাদক, ইঞ্জিনিয়ার ফিরোজ কবিরকে সাংগঠনিক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার ওয়ালী ইসলাম কে অর্থ-সম্পাদক পদে নিবার্চিত করা হয়। “১ম পূনর্মিলনী ও ১যুগপূর্তি অনূষ্ঠান -২০১৭ এ বিআইএমটি এর সকল প্রশিক্ষকবৃন্দ, গনমাধ্যম কর্মীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রাক্তন ও বর্তমান প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।