বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় অবস্থিত বিশেষ শ্রেণীর শিশু-কিশোরদের জন্য বিশেষায়িত স্কুল ‘আশার আলো’র স্কুলের অর্টিজম শিশুদের সাথে কেক কেটে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উদযাপন করেছেন ওসমান দম্পোতি।
শুক্রবার ১৭ মার্চ বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও তার সহধর্মিনী মিসেস নাসরিন উপস্থিত থেকে ‘আশোর আলো’ নলুয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসা, ও ১০নং শীতলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের সাথে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। এ সময় তিনি নিজ হাতে অর্টিজম শিশুদের মুখে কেক তুলে দেন। শিশুদের কেক খাইয়ে দিয়েছেন তার সহধর্মিনী মিসেস নাসরিন ওসমানও।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। আর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। তোমাদেরকে সেই সোনার মানুষ হতে হবে।
এলাকার মুুরুব্বিদের উদ্দেশ্যে তিনি বলেন, মুন্না কাউন্সিলর থাকা অবস্থায় এই এলাকায় আমাকে দিয়ে প্রতিবন্ধী শিশুদের জন্য ‘আশার আলো’ স্কুল সহ একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মন্দির, একটি মসজিদ, একটি মাদ্রাসার উন্নয়ন কাজ করিয়ে নিয়েছেন। আজকে এখানে সেই সকল প্রতিষ্ঠানের মানুষেরাই উপস্থিত আছেন। আজকে মুন্না কাউন্সিলর নেই। এই এলাকার কৃতি সন্তান শহীদ বাপ্পি স্মৃতি সংসদের কার্যালয়টিও তারা নিয়ে যেতে চাইছে। আল্লাহ হয়তো তাকে এই পর্যন্ত কাউন্সিলর দেখতে চেয়েছিলেন। তবে মুন্না কাউন্সিলর না থাকলেও আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন। সে নারায়ণগঞ্জ কলেজ পরিচালনা কমিটিতে আছেন, নারায়ণগঞ্জ চেম্বারে যাচ্ছেন, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের কোষাধক্ষ্য হয়েছেন। অতত্রব মুন্না আপনাদের পাশে আছে সেবা করার জন্য। আমি আশা রাখবো এই এলাকায় যেন আগের মতই শান্তি বজায় থাকে। বর্তমান কাউন্সিলর কবীরের সাথে মুন্না কোন বিরোধ নেই। সাধারণ মানুষের এটা সম্পূর্ন ভুল ধারণা। বর্তমান কাউন্সিলর হয়তো আজকে এখানে উপস্থিত থাকতেন যদি না আমি নির্ধারিত সময়ের আগেই এসে অনুষ্ঠান শুরু না করতাম। আপনার এলাকার লোকজন বর্তমান কাউন্সিলরের সাথে আলোচনা করেন মুন্নাকে নিয়ে একসাথে বসার ব্যবস্থা করেন প্রয়োজনে আমিও সেদিন থাকবো। এই এলাকায় আগে যেমন উন্নয়ন হয়েছে ভবিষ্যতেও তেমন উন্নয়ন হবে। প্রয়োজনে সরকারী বরাদ্দের পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকেও এই এলাকার উন্নয়ন করবো।
এ সময় সেলিম ওসমান তার বক্তব্যে আশার আলো স্কুলের জন্য আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি ও গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী ৫ লাখ টাকা করে অনুদান প্রদানের ইচ্ছা কথা সবার সামনে ঘোষণা দেন। সেই সাথে আশার আলো স্কুলটি আরো বৃহৎ আকারে উন্নয়ন করার আশা ব্যক্ত করে তিনি।
বক্তব্য শেষে বঙ্গবন্ধুসহ নিহত তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে দোয়া পাঠ করা হয়।
মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী চাঁদ সুলতানা, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, ইউপি সদস্য হাজী মোক্তার হোসেন, সৈকত হোসেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠান শেষে ১০নং শীতলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নবগঠিত ১৮নং ওয়ার্ড ছাত্রলীগ, নিতাইগঞ্জ লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন ও শহীদ নগর চিলড্রেন গার্টেন স্কুলের পক্ষ থেকে ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।