বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাক আহমেদ হাসিবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৯৮ তম জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ফতুল্লা ভূইগড় এলাকায় এই জন্মদিন পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক সানি আহমেদ পরশ। আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মামুন, পায়েল, বাপ্পি, শাহ আব্দুল কাদির, হাসান, শুভ, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিব, বাবু, সাজ্জাত, ইমন সহ আরো অনেকেই।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু ছিলেন এক মহান নেতা। তার ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন পেয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী।ৎ শুধু কোন দিবসের একটি দিনে নয় আমাদের প্রতিদিন এই মহান নেতাকে স্মরণ করা উচিত। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে এই দেশের উন্নয়নে কাজ করবো।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ দেশ বাসীর জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। পরে কেক কেটে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।