বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪’শ ৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা ও একরামপুর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় পৃথক মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ২৩(৩)১৭ ও ২৫(৩)১৭। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ তার সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার রাতে বন্দর থানার একরামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ২’শ গ্রাম গাঁজাসহ একরামপুর ৩২৯নং উইলসন রোড এলাকার সৈয়দ আব্দুল রহিম মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী মসফিকুর রহমান ওরফে আপতাতুন (২৩)কে গ্রেপ্তার করে। পরে একই থানার অপর এএসআই আলম সোরোয়ার্দী রুবেলসহ তার সঙ্গীয় র্ফোস একই রাতে বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ উক্ত এলাকার আল ইসলাম মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী ওসমান (১৭)কে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মাামলায় গতকাল বুধবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।