বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ্ থানা এলাকায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এক মতবিনিময় ও ১৭টি কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটির পরিচিত সভা এবং ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে ।গতকাল বুধবার সকাল ১১ টায় নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের উদয় স্মৃতি ঈদগাঁর মাঠে এই অনুষ্টানটি অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মু, সরাফত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপুস্তিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্তি পুলিশ সুপার ক, সার্কেল মোঃ শরফুদ্দীন। সভায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা অওয়ামীলীগের সাধারন সস্পাদক আলহাজ্ব ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সংগ্রামী সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি,সংরক্ষিত নারাী কাউন্সিলর মনোয়ারা বেগম,যুবলীগ নেতা মানিক মাষ্টার , ব্যবসায়ী ও মানবাধিকারকর্মী আশরাফ উদ্দিন,বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাকির হোসেন,ওহাবসহ নাসিক ১০ টি ওয়ার্ডের ১৭ কমিউনিটি পুলিশের সভাপতি সাধারন সম্পাদকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন ৬নংওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ক,সার্কেল মোঃ শরফুদ্দীন তার বক্তব্যে বলেন, যে কোন মুল্যে সিদ্ধিরগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্র্মূল করা হবে এ জন্য জনসাধারনের শক্তি এবং পুলিশের শক্তি একত্রি করেই এটা করা সম্ভব হবে। অন্য দিকে নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতিতার বক্তব্যে বলেন ইতিপূর্বে মাদকের বিরুদ্ধে আমাদের সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন, তাই আমাদের মাদকের সাথে কোন আপোষ নেই।