বিজয় বার্তা ২৪ ডট কম
৩ হাজার পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ফতুল্লার রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সায়েদ আলী (৩৬) ঢাকার কদমতলী শনির আখড়া এলাকার আলাউদ্দিনের ছেলে ও ইউনুছ (৩৬) ঢাকা শ্যামপুর জুরাইন এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে এবং সিরাজুল ইসলাম উজ্জল (২৭) সিলেটের খালদবীর এলাকার মৃত আঃ সামাদের ছেলে।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান-২ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ৩ হাজার পিচ ইয়াবাসহ সায়েদ আলী ও ইউনুছ এবং সিরাজুল ইসলাম উজ্জল নামের তিনজনকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।