বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মোস্তফিজুল ইসলাম মামুন ও বিএনপি নেতা এড. রিয়াজুল ইসলাম আজাদের মাতা আয়েশা খাতুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ————রাজিউন)।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাসদাইরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি ৪ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার সকাল ১০টায় মাসদাইর বাজার জামে মসজিদের মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে মাসদাইর কবরস্থানে দাফন করা হবে।
মরহুমা আয়েশা খাতুন আমলাপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়েল সাবেক প্রধান শিক্ষিকা ছিলেন।
এদিকে, আয়েশা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রশু, মহানগর ছাত্রদল নেতা শেখ মাগফুর ইসলাম পাপন, সাইদুর রহমান, কাউসার রায়হান খান, শরিফুল ইসলাম শাফিন, রাকিবুর রহমান সাগর, রফিকুল ইসলাম, মহসিন হোসেন, এএইচ সৌরভ আহমেদ, রানা খন্দকার, শামীম ইসলাম, শরীফ খান, শফিকুল ইসলাম রাফিন, জহিরুল ইসলাম হিরণ মল্লিক ও মেহেদি হাসান।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।