বিজয় বার্তা ২৪ ডট কম
উচ্চ আদালতের রায় অবজ্ঞা করে জেলা প্রশাসকগণ নদীর পাড় দিয়ে ওয়াক ওয়ে নির্মাণ করেছেন। নদীর পাড়ে দেড় শ’ ফুট শুঁকনো জায়গা খালি রেখে তারপর কিছু নির্মাণ করার বিধান রয়েছে। জেলা প্রশাসকগণ তা মানেননি।
শীতলক্ষ্যা,ধলেশ্বরী,বুড়িগঙ্গা ও বালুনদী রক্ষার দাবিতে মঙ্গলবার নারায়ণগঞ্জে মানব বন্ধনে বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন এসব কথা বলেন। দুপুরে নগরীর বিআইডব্লিউটিএ র টার্মিনাল ঘাট এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)নারায়ণগঞ্জ জেলা শাখা এই আয়োজন করে।
জেলার সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিকীর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সদস্য মোজাম্মেল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদু হক দীপু, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা আরিফ হোসেন ও বাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নদীকে দূষণ মুক্ত করতে বেশি কিছুর দরকার হয়না। মানুষ সচেতন হলেই হয়। আমরাই প্রতিনিয়ত নদীকে দূষণ করে পরিবেশ হত্যা করছি। নদী আমাদের প্রাণ। নদী না বাঁচলে আমরাও বাঁচব না। বক্তারা ১৪ মার্চকে আর্ন্তজাতিক নদীকৃত্য দিবস পালনের দাবী করেন।