বিজয় বার্তা ২৪ ডট কম
আজ ১৪ই মার্চ। ১৩নং ওর্য়াডের আল্লামা ইকবাল রোডের মসজিদ গলির রাস্তা ও ড্রেণ উচুকরণ কাজ ও জামতলা এলাকার পানি শীতলক্ষ্যা নদীতে নেয়ার জন্য টিএন্ডটি কলোনীর মধ্য দিয়ে টিএন্ডটি কলোনীর পুকুর থেকে আল্লামা ইকবাল রোডের ডীপ ড্রেন পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শুরু করেন ১৩ নং ওর্য়াড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।সকাল ১১টায় দোয়ার মাধ্যমে কাজ শুরু করা হয়েছে।দোয়া পরিচালনা করেন আল্লামা ইকবাল রোড জামে মসজিদের প্রধান ইমাম আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম। দোয়া শেষে ১৩ নং ওর্য়াড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন,মেয়রের নেতৃত্বে ১৩ নং ওয়ার্ডকে সারা দেশের মধ্যে একটি নিরাপদ ও বাসযোগ্য ওর্য়াডের মডেল হিসাবে গড়ে তোলা হবে।তিনি পরিস্কার পরিলন্নতা ও ড্রেন-রাস্তা ব্যবহারে নগরবাসীর সচেতনতা কামনা করেছেন।
ঊদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন আল্লামা ইকবাল রোড নিবাসী কুতুবউদ্দিন আহম্মেদ,আশরাফ হোসেন,মোঃলিটন.ইলিয়াস খান,সিরাজুল ইসলাম,মোঃরানু,হাজী সামছুদ্দিন,মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,জামতলাবাসী ইন্জিনিয়ার আঃরাজ্জাক,ফারুক আহম্মেদ প্রমুখ।
উল্লেখ্য যে গত ০৫ই মার্চ নাসিক মেয়র ডাঃসেলিনা হায়াৎ আইভী একসাথে ১৩ নং ওর্য়াডের ১৪ টি প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করেন।