বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের একরামপুরে মাসুম বিল্লাহ(৩৭) নামে প্রাণ কোম্পানী জনৈক ডিলারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে। আহত মাসুম বিল্লাহকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের ডান হাতে ১শ’৩২টি সেলাই দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলেও আসামীদের নাম ঠিকানা না জানায় পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করে। আহতের পারিবারিক সূত্র জানায়,বন্দরের একরামপুর এলাকার আতাউর মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসূফ আলী মিয়ার ছেলে মামুনের বড়ভাই প্রাণ কোম্পানীর ডিলার মাসুম বিল্লাহ প্রায় ৫দিন ধরে বসবাস করে আসছে। সোমবার দিাবগত রাত সাড়ে ১১টায় পাশর্^বর্তী ডিসপেনসারী হতে অষুধ কিনে ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাতের গুরুতর জখম করে। পরে মাসুম বিল্লাহর ডাক চিৎকারে আশ পাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাে পাঠানোর ব্যবস্থা করে। মাসুম বিল্লাহর ডান হাতে ১শ ৩২টি সেলাই দেয়া হয়।