নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নাসিক ৮নং ওয়ার্ডে বসবাসরত ৬০ জন মুক্তিযোদ্ধাদের আজীবন কর মওকুফের সনদপত্র, সম্মমনা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুর বেলা ১১ টায় গোদনাইল নাসিক ৮নং কাউন্সিলর কার্যালয়ে এ সনদ ও ক্রেস্ট প্রদান দেওয়া হয়। নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগ সদস্য রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেবে উপস্তিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা শাজাহান ভুইয়া (জুলহাস)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭,৮ ও ৯ ওয়ার্ড নাসিক নারী কাউন্সিলর রেহেনা পারভীন, গোদনাইল ভুমি অফিসের কর্মকর্তা আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্বা এহসান কবির, বীর মুক্তিযোদ্ধা মতিন মোল্লা, মজিদ সাউদ, বীর মুক্তিযোদ্ধা আয়েত আলী প্রমুখ। এ সময় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, মুক্তিযোদ্ধারের আজীবন কর মুকফ করা দেশের এ নজিরবিহিন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের দেশেরে শ্রেষ্ট সন্তার হিসেবে ঘোষনা করেছে। তাই আজ মুক্তিযোদ্ধারা নাসিক এলাকায় বাড়িঘরের কোন কর দিতে হবে না ।