বিজয় বার্তা ২৪ ডট কম
বিনা মজুরিতে কাজ করতে অস্বীকৃতি জানায় শ্রমিকদের মারধর করেছে বলে অভিযোগ উঠেছে মালিকপক্ষের সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ সময় সন্ত্রাসীদের হামলায় সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন মোল্লা, ইয়াকুব এবং মিজানুর রহমানসহ চারজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ডক ইয়ার্ড শ্রমিকদের উপর হামলাকারীদের বিচার দাবিতে ফতুল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় আহত ডক ইয়ার্ড শ্রমিক সাইফুল ইসলাম বাদী হয়ে সাগর,নাজমুল,মনির হোসেন,বায়জিদসহ চারজনের নামে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সাইফুল ইসলাম জানান, সে ফতুল্লা থানা জাহাজ নির্মান ও পূনঃনির্মান শ্রমিক ইউনিয়নের সদস্য এবং ডক ইয়ার্ডের রং সর্দার। গতকাল মঙ্গলবার সকালে উক্ত এলাকায় অবস্থিত একটি ডক ইয়ার্ড থেকে চারজন শ্রমিককে ডক ইয়ার্ড সন্ত্রাসী সাগর,নাজমুল,মনির হোসেন এবং বায়জিদসহ একদল সন্ত্রাসী অন্য ডক ইয়ার্ডে বিনা মজুরিতে কাজ করার জন্য জোড় প্রয়োগ করেন। উক্ত সন্ত্রাসীদের কথা বিনা মজুরিতে কাজ করতে অস্বীকৃতি জানায় উক্ত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ডক ইয়ার্ড শ্রমিকদের মারধর করে। শ্রমিকদের চিৎকারে সে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে।
এরদিকে এ ঘটনায় হামলাকারীদের বিচার ও গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে ডক ইয়ার্ড নেতারা।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, উক্ত ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।