বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বসত বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল ফতুল্লার দক্ষিন মাসদাইর ঘোষেরবাগ এলাকায় অবস্থিত আব্দুস সালাম শেখের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় ২০টি বসত ঘর পুড়ে গেছে। প্রতিটি ঘরে থাকা সরন্জাম,নগদ টাকা এবং স্বর্নালংকার রক্ষিত ছিল। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় কিছুই বের করতে পারেনি। আর এর ফলে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে এ বিষয়ে এখনো কিছুই জানা সম্ভব হয়নি। প্রাথমিক ভাবে স্থানীয় এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দাবি করছে বৈদুতিক সর্কসার্কিট থেকেই আগুনের সূত্র পাত। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টা দিকে হঠাৎ করেই তারা আগুনের লেলিহান শিখা দেখতে পান। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের লোকজন যাওয়ার আগেই ২০টি বসত ঘর পুড়ে যায়। এ সময় আশেপাশের এলাকায় আতংক ছড়িয়ে পরে। উক্ত স্থানে বসবাসরত সাধারন মানুষ বিভিন্ন দিক ছুটাছুটি করতে থাকে। এ সময় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কয়েকজন আহত হলেও গুরুতর আহত হওযার খবর পাওয়া যায়নি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ২০ মিনিট চেষ্টা করে আগুনের উত্তাপ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন তারা।