বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা গোয়েন্দা পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশ পৃথক ভাবে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লার ভোলাইল এবং পাগলা রেললাইন বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ফতুল্লার ভোলাইল এলাকার রিয়াজের ছেলে মানিক (২২) ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে মিলন (৩২) এবং সাগর মিয়া (৩২) ফতুল্লার পাগলা রেললাইন বটতলা এলাকার মিজানের ছেলে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস আই মিজান-৩ জানান, গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লার ভোলাইল এলাকা তেকে ২০০ পিচ ইয়াবাসহ মানিক এবং মিলন নামের দুইজন ও ফতুল্লার পাগলা রেললাইন বটতলা এলাকা থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাগর মিয়াকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।