বিজয় বার্তা ২৪ ডট কম
মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উপলক্ষ্যে অদ্য ১২ই মার্চ সন্ধ্যা ৭ টায় নারায়ণগঞ্জ ক্লাবে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কমিটির আহ্বায়ক বাবু সরোজ কুমার সাহার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে গীতা পাঠের মাধ্যমে মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক ও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কমিটির অন্যতম সদস্য শিখন সরকার শিপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, জেলা পূজা কমিটির সভাপতি শংকর সাহা সহ সভাপতি কমলেশ সাহা, ননী গোপাল সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহাতীর্থ ¯œান কমিটির সদস্য সচিব সুজিত কুমার সাহা, মহানগর পূজা কমিটির যুগ্ম সম্পাদক ও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কমিটির সদস্য সাংবাদিক উত্তম সাহা, সাংগঠনিক সম্পাদক চন্দন পাল, কোষাধ্যক্ষ সুশীল দাস, প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, বন্দর থানা পূজা কমিটির সভাপতি শংকর দাস, সহ-সভাপতি মনোরঞ্জন দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, ফতুল্লা থানা কমিটির পূজা কমিটির সভাপতি দীলিপ কুমার মন্ডল, সহ-সভাপতি অরুন দাস, প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা কমিটির আহ্বায়ক শিশির ঘোষ অমর, আওয়ামীলীগ নেতা কালীপদ মল্লিক, বিষ্ণুপ্রিয়া আশ্রমের সভাপতি উত্তম কুমার সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, অর্থ সম্পাদক দীপক কুমার পাল, মহামায়া সেবাশ্রমের লিটন ঘোষ, শংকর সাহা, অরুন দাস।
আরও উপস্থিত ছিলেন মহানগর পূজা কমিটির নেতা পরেশ চৌধুরী, হিমাদ্রি সাহা হিমু, অরুন দেবনাথ, কৃষ্ণ আচার্য্য, শংকর কুমার রায়, তপন ঘোষ, লব চন্দ্র সেবা ক্যাম্প এর সভাপতি পুলক কান্তি ঘোষাল বাচ্চু, সিদ্দিল।
সভাশেষে সকলের সম্মতিতে বাবু সরোজ কুমার সাহাকে আহ্বায়ক ও সুজিত কুমার সাহাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং নাঃগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমানকে নিয়ে ৪১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব সুন্দরভাবে যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সকলকে সজাগ থাকার অনুরোধ জানান এবং আগামী দূর্গা পূজার পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।