বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার(‘ক-সার্কেল) মো. শরফুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের মূল্য লক্ষ্যেই হলো মাদক ও জঙ্গিবাদ নির্মূল করা। আর নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী সেই ভাবেই কাজ করে যাচ্ছে । রবিবার বিকাল ৩ টায় নাসিক ১৭ নং ওয়ার্ডের আয়োজনে কমিউনিটি পুলিশিং সভায় পাইকপাড়া ছোট কবরস্থান সংলগ্ন পানির ট্যাংক মাঠে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন ।
তিনি বলেন পুলিশের মহাপরিদর্শক বলেছেন প্রতিটি থানার ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করতে । আর কমিটি ওয়ার্ডের সকল গনমান্য ব্যক্তি ও পঞ্চায়াতের লোকজন থাকবে । তারা পুলিশ না হলেও পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবে। এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিং এবং ভূমিদস্যূদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি তারা কাজ করবে।
তিনি আরো বলেন, যে যত বড় মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী হোক না কেন তাদের দমন করা হবে । সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে হলে পুলিশের পাশাপাশি এলাকার জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭ নং ওয়াড কাউন্সিলর আব্দুল করিম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. শাহনেওয়াজ, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. সোলায়মান , সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শাহ নিজাম, দপ্তর সম্পাদক শিখন সরকার শিপন, সদর মডেল থানার সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা মো. শহিদুল্লাহ সহ অনেকেই।