স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
পাটশিল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ৫ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ফের সড়ক ও রেলপথ অবরোধ চলছে। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা ফের সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।
শ্রমিকরা সকাল থেকে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। খুলনা-যশোর রেলপথেও অবরোধ চলছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলে ৪ এপ্রিল থেকে টানা ৬ দিনের (মাঝে শুক্রবার বাদে) শ্রমিক ধর্মঘটের কারণে কারখানাগুলোতে প্রায় এক হাজার মেট্রিক টন উৎপাদন ঘাটতি হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।