বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে এ যাবৎ অনেক নায়িকা তারকাখ্যাতি পেয়েছেন। বি-টাউনে নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। বিশেষত কাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজের মতো নায়িকারা তো এখন রাজত্ব করে বেড়াচ্ছেন। এর সবই সালমানের সহযোগী মনোভাবের কল্যাণেই হয়েছে।
তবে ৫১ বছর বয়সী এ অভিনেতার এমন মনোভাবকে পুঁজি করে কেউ কেউ নিজের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছেন। তেমনই একজন লন্ডনভিত্তিক নায়িকা পার্ল রাহ। সালমানের দাবাং সিরিজের তিন নম্বর কিস্তি নির্মাণ হওয়ার একটা সম্ভাবনা জেগেছে। এ ব্যাপারে ছবির প্রযোজক নায়িকা কে হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। কিন্তু পার্ল এরই মধ্যে নিজ দায়িত্ব ‘দাবাং থ্রি’র নায়িকা হচ্ছেন বলে আওয়াজ দিয়ে বেড়াচ্ছেন সর্বত্র।
শুধু তাই নয়, ছবিতে অভিনয়ের ব্যাপারে সালমানের সঙ্গে নাকি তার নিয়মিত কথা হচ্ছে বলেও সবার কাছে বলে বেড়াচ্ছেন পার্ল। এখানেই শেষ নয়, সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে পার্ল নিজের নগ্ন ছবি পোস্ট করে নিজেকে দাবাংয়ের নায়িকা বলে দাবি করছেন। এসব নিয়ে বলিউডে নানান কানকথা শোনা যাচ্ছে।
যারা পার্লের এমন কান্ড দেখে বিশ্বাস করছেন তারাই সমালোচনা করে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। সালমানের মতো একজন সুপারস্টার এমন অজানা-অচেনা নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন? এসব প্রশ্নই করছেন সবাই। অবশ্য এ বিষয়ে ‘সুলতান’-এর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি।