স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে বিশেষ নিরাপত্তা দেবে গোয়েন্দা পুলিশের বিশেষ দল স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিকস (সোয়াত)। এ ছাড়া শোভাযাত্রার সামনে, পেছনে ও মাঝে পুলিশের নিরাপত্তা বেষ্টনী থাকবে, যাতে কোনোভাবেই বাইরের কেউ ওই শোভাযাত্রার ভেতরে প্রবেশ করতে না পারে।
সোমবার সকাল ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে পয়লা বৈশাখের নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, মঙ্গল শোভাযাত্রায় বাইরে থেকে মুখোশ পড়ে কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র চারুকলার বানানো মুখোশগুলো হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে পারবে। এ ব্যাপারে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ নজরদারি করবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, বিগত বছরগুলোতে দেখা গেছে, বিভিন্ন কোম্পানির লোগো সম্বলিত টি-শার্ট পড়ে শোভাযাত্রায় অংশ নেয়। এবারে তা নিরুৎসাহিত করা হচ্ছে। যদি কেউ বিজ্ঞাপনের জন্য এসব টি-শার্ট পরে শোভাযাত্রায় অংশ নিতে আসে তাদের প্রতিহত করা হবে।
তিনি বলেন, বিকেল ৫টার পর রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে থাকতে না দিলেও সন্ধ্যার পর বৈশাখী পোশাক পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘোরাঘুরি করতে পারবে। এতে পূর্ণ নিরাপত্তা দেবে পুলিশ। কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করতে দেওয়া হবে না, ইনডোর অনুষ্ঠান করতে পারবে।
হাতিরঝিলে নৌকা বাইচ অনুষ্ঠান যাতে জনসাধারণ নির্বিঘ্নে উপভোগ করতে পারে এজন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।