বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী মার্চ মাসের মধ্যেই ফতুল্লা পঞ্চবটিতে অবস্থিত বিসিক শিল্পনগরী এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন কাজ সম্পন্ন করে স্টেশনটি উদ্বোধনের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী বিকেলে আড়াইহাজার এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন শেষে সার্কিট হাউজে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমানের সাথে একান্ত আলাপচারিতায় তিনি এ আশ্বাস প্রদান করেন।
সংসদ সদস্য সেলিম ওসমান জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীর ভূমিকা এবং ওই স্থানে জরুরি ভিত্তিতে ফায়ার স্টেশন স্থাপন সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরা হলে তিনি আগামী মার্চ মাসের মধ্যে বিসিক শিল্পনগরী এলাকায় নির্মাণাধীন ফায়ার স্টেশনে কাজ সম্পন্ন করে তা উদ্বোধন করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা বহুদিন ধরে সেখানে একটি ফায়ার স্টেশন স্থাপনের ব্যাপারে চেষ্টা চালিয়ে আসছিলাম। প্রথম অবস্থায় বিসিক শিল্পনগরীর কারখানা গুলোর আকার ছোট ছোট থাকলেও এখন সেগুলো আরো বৃহৎ আকার ধারণ করেছে। বিদায় সেখানে আরো বেশি সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান এবং নীটপন্য উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি পেয়েছে। আমাদের বিকেএমইএ এর পক্ষ থেকে প্রতিটি কারখানার শ্রমিকদের অগ্নি নির্বাপক প্রশিক্ষন প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রতিটি কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। এর আগে বেশ কয়েকবার বিসিক এলাকায় বেশ কয়েকটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে মালিক ও শ্রমিকেরা নিজেদের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন। ফলে কোন মানুষের প্রাণহানির মত ঘটনা ঘটেনি। তবে এতে মালিকেরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে আগামী মার্চ মাসের মধ্যে বিসিক শিল্পনগরীতে ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করার আশ্বাস প্রদান করেছেন। আমি আশা করছি উনি এ আশ্বাসের বাস্তবায়ন ঘটাবেন এবং শিল্প মালিকদের দীর্ঘ দিনের দাবীর প্রতিফলন ঘটাবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতিক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মুহাম্মদ বাদল প্রমুখ।
প্রসঙ্গ বাংলাদেশের রপ্তানী আয়ের মোট ৩৫ শতাংশ আসে নীটপন্য রপ্তানি থেকে। আর সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ নীট পন্য বিদেশে রপ্তানি করা হয় তার ৬০ শতাংশই রপ্তানি হয় এই নারায়ণগঞ্জ জেলা থেকে। নারায়ণগঞ্জ জেলা মধ্যে সব থেকে বৃহৎ নীটশিল্প এলাকা হচ্ছে পঞ্চবটির এই বিসিক শিল্প নগরী। এখানে রয়েছে ৪ শতাধিক রপ্তানিমুখী নীট গার্মেন্টস। যেখানে প্রায় সাড়ে ৩ লাখ শ্রমিক কর্মরত রয়েছে। বিসিক শিল্পনগরী থেকে বছরে দুই থেকে আড়াই বিলিয়ন ডলারের পন্য রপ্তানি করা হয়ে থাকে।
রপ্তানিমুখী এই শিল্পনগরীতে অগ্নি নিরাপত্তার জন্য নেই কোন ফায়ার সার্ভিস স্টেশন। ২০১১ সালের ১৩ জানুয়ারী ফতুল্লার পাগলা এলাকায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেলিম ওসমানের নেতৃত্বে বিকেএমইএ নেতৃবৃন্দ বিসিকে ফায়ার স্টেশন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ সময় প্রধানমন্ত্রী তাৎক্ষনিকভাবে তৎকালীন জেলা প্রশাসককে ফায়ার স্টেশন স্থানের জন্য নির্দেশ প্রদান করেন। ২০১১ সালের মার্চ মাসে তৎকালীন জেলা প্রশাসক জমি বরাদ্দ দেওয়ার পর দু:খজনক হলেও সত্য যে নানা জটিলতার কারনে ফায়ার স্টেশনটি নির্মাণে ৬ বছর সময় অতিবাহিত হয়েছে।