বিজয় বার্তা ২৪ ডট কম
প্রথম আলো, বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার-এ প্রকাশিত খবরের কারণে সাংসদ শামীম ওসমানের বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি সংসদে তিনটি পৃথক নোটিশ দিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার-সংক্রান্ত নোটিশ সংসদে গ্রহন করেছেন। তবে প্রথম আলো ও বাংলা ট্রিবিউন-সংক্রান্ত নোটিশ নাকচ করে দিয়েছেন।
গতকাল বুধবার অধিবেশনের শুরুতে স্পিকার শামীম ওসমানের নোটিশের প্রসঙ্গটি তোলেন। স্পিকার সিদ্ধান্ত জানানোর পর শামীম ওসমান বলেন, গত ২৩ জানুয়ারি অবজারভার পত্রিকায় ‘পুলিশ ওয়েট পিএম অর্ডার টু ক্র্যাকডাউন অন ড্রাগ লট’, ২০১৪ সালের ১ জুন প্রথম আলোতে প্রকাশিত ‘আইনজীবীকে হত্যায় অনুতপ্ত র্যাবের সাবেক তিন কর্মকর্তা’ এবং গত বছরের ২৭ নভেম্বর বাংলা ট্রিবিউনে তাঁর বাবাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় তাঁর বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তিনি ১৬৪ বিধিতে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ করেন।
নোটিশ সম্পর্কে স্পিকার বলেন, নোটিশ কার্যপ্রণালি বিধি অনুযায়ী পরীক্ষা করা হয়েছে। দুটি নোটিশ বিশেষ অধিকার-সম্পর্কিত বিধি ১৬৫ অনুযায়ী শর্তাবলি পূরণ করেনি। কেননা, কোনো সদস্য একটি বৈঠকে অনুরূপ একাধিক প্রশ্ন উত্থাপন করতে পারবেন না। প্রশ্নটি সাম্প্রতিক সংঘটিত কোনো সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং তা প্রথম সুযোগেই উত্থাপন করতে হবে।
স্পিকারের সিদ্ধান্ত মেনে নিয়ে শামীম ওসমান বলেন, ‘আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা মেনে নিয়েছি। তবে আপনি বলেছেন যে সময় ঘটনা সংঘটিত হবে, সেই সময়ে সেটা উত্থাপন করতে হবে। আমি একমত। কিন্তু যখন কোনো বিষয় আদালতে বিচারাধীন থাকে, সেই বিষয় কিন্তু আলোচনার সুযোগ থাকে না। সেই কারণে সেই সুযোগ আমার কাছে ছিল না। সেখানে আপনি লক্ষ করেছেন ৩৮ মাস আমি অপেক্ষা করেছি। আইনি কারণেই এটা বিলম্বিত হয়েছে। এখানে আমার কিছু করার ছিল না। যেহেতু রায় হয়েছে, তাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এখন উত্থাপন করছি।’
সূত্র-প্রথম আলো