খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
ইরাক ও সিরিয়াভিত্তিক আইএসের জঙ্গি সন্দেহে ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার মইন আলীকে বার্মিংহ্যাম বিমানবন্দরে আটক করা হয়েছিল। প্রায় ৪০ মিনিট আটক থেকে তিনি মুক্তি পান।
২০১৬ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ওরসেস্টারশায়ার দলে যোগ দেয়ার জন্য তিনি বার্মিংহ্যামে যাচ্ছিলেন।
বিমান কর্তৃপক্ষের এ ধরনের আচরণে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন মইন। ২৮ বছর বয়স্ক মইন বলেন, জাতীয় দলের হয়ে খেলার সময় তার ভ্রমণকালে তিনি কখনো এমন ধরনের পরিস্থিতিতে কখনো পড়েননি।
কাশ্মিরি বংশোদ্ভূত মইন আলীকে অনেক সময়ই ব্রিটিশ এশিয়ানদের রোল মডেল বিবেচনা করা হয।
বিমান কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে, মইন আলীর দাড়ি এবং তার ধর্মবিশ্বাস নিয়েই তাদের আপত্তি ছিল।