চট্রগ্রাম,বিজয় বার্তা ২৪
খুলশী থানা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছে।
রবিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলশী সার্ভিস সেন্টার অ্যান্ড ফিলিং স্টেশনে একটি প্রাইভেটকারের সিলিন্ডারে গ্যাস ভরার সময় সেটি বিস্ফোরিত হয়।
এতে প্রাইভেটকারটি ছিন্নভিন্ন হয়ে যায়। গাড়ি থেকে সিলিন্ডার ছিটকে বেরিয়ে পাশের আরেকটি গাড়িতে লাগলে সেটিও ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের প্রকট শব্দে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত তিনজন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।