বিজয় বার্তা ২৪ ডট কম
ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় ৪টি যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫ মন জাটকা আটক করেছে পাগলা কোষ্ট গার্ড। ৮ ফেব্রুয়ারী বুধবার সকাল ৫টায় ‘এম ভি কর্নফুলী-৯’, ‘এম ভি ফারহান-৫’, ‘এম ভি দুলারচর-১’ ও ‘এম ভি রাসেল-৫’ নামক যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে আটককৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়। বুধবার দুপুরে কোষ্ট গার্ড থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোষ্ট গার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জোনাল কমান্ডার ঢাকা জোন কমান্ডার এ টি এম রেজাউল হাসান (সি), বিএন এর সার্বিক দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোষ্ট গার্ড স্টেশান পাগলা এর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বিএন এর তত্ত্বাবধানে টীম লিডার এম আর জামান পেটি অফিসার এর নেতৃত্বে একটি অপারেশন দল ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১০০০ কেজি অবৈধ জাটকা আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ সদর তাসনিম জেবিন বিনতে শেখ এর নিকট হস্তান্তর করা হলে আটককৃত জাটকাগুলো এলাকার ৩৫টি মাদ্রাসা/এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করেন।। আটককৃত জাটকার আনুমানিক মূল্য ৩,০০,০০০ (টাকা তিন লক্ষ মাত্র)ু টাকা।
কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। ‘জাটকা নিধন অভিযান-২০১৭” নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।