বিজয় বার্তা ২৪ ডট কম
মুক্তিপণের আংশিক টাকা দিলেও বাকী ৪৫ হাজার টাকা না পেয়েই অপহরনকারীরা হত্যা করেছে স্কুল ছাত্র তাজুলকে। এ ঘটনার সঙ্গে জড়িত সুজন নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার বিল থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মর্গে পাঠিয়েছে পুলিশ। তাজুল ইসলাম রূপগঞ্জের ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং ভুলতা টেলাপাড়া এলাকার নির্মাণ শ্রমিক আবদুল আউয়ালের ছেলে। পরিবারের অভিযোগ,মুক্তিপণের ৫ হাজার টাকা পাঠানো হলেও বাকী ৪৫ হাজার টাকা না পেয়ে অপহরণকারীরা তাকে হত্যা করেছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই ফাইজুর রহমান জানান, ৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে পূর্ব পরিচিত সুজনসহ একদল অপহরণকারী স্কুলছাত্র তাজুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাজুল ইসলামের বাবা আব্দুল আউয়ালের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। রোববার রাতে দাবিকৃত মুক্তিপণের পাঁচ হাজার টাকাও পরিশোধ করা হয়। অপহরণের ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ সুজনকে কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার বিকালে গ্রেফতার করে। পরে সুজনের দেওয়া তথ্য অনুযায়ী রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকার বিল থেকে তাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুজন অপহরণের পর তাজুলকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল আলম বলেন, হত্যার ঘটনায় নিহত তাজুল ইসলামের বাবা আব্দুল আউয়াল বাদী হয়ে হত্যা মামলা করেছেন। গ্রেফতারকৃত সুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকান্ডের ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।