বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাগজ ভর্তি একটি ট্রাক খাদে পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছে । আহত হয়েছেন আরো ছয়জন। ৮ ফেব্রুয়ারী বুধবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর প্রাইমারী স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর মনতাজ এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মোশাররফ হোসেন (৩০),একই জেলার গলাচিপা উপজেলার রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২২),মাদারীপুর জেলার কেন্দুয়া এলাকার আবুল বাশারের ছেলে অপু হাওলাদার (২২) ও একই এলাকার হোসেন চৌকিদারের ছেলে ওবায়দুল হক (৩৬)। তারা চারজনই মোস্তফা গ্রুপের হ্যারিটেজ পলিমার এন্ড ল্যান্ডটিউবসের শ্রমিক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোস্তফা গ্রুপের হ্যারিটেজ পলিমার এন্ড ল্যান্ডটিউবস নামের একটি শিল্প প্রতিষ্ঠানে (ঢাকা মেট্রো-ট-১১-০৭৬৫) ট্রাকটি কাগজ ভর্তি করে নিয়ে যাওয়ার সময় আষাঢ়িয়ারচর প্রাইমারী স্কুলের পাশে মোড় ঘোরানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর প্রাইমারী স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান,সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকাতে একটি প্যাকেজিং কারখানার কাগজ ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। অপর আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে আরও দুইজন মারাযায়। বাকী ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ট্রাকটি উল্টে খাদে পড়লেও চালক ও হেলপার অক্ষত রয়েছে। আহতদের মধ্যে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক । লাশগুলো ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।