স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
কাউন্সিলের পর বিএনপি নতুনভাবে উজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতাকর্মীদের এই উদ্যম দলকে শক্তিশালী করার পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনে সফলতা বয়ে আনবে।
রবিবার ধানমন্ডিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আইনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি অভিযোগ করে বলেন, দেশে গণতান্ত্রিক সরকার নেই বলেই স্থানীয় নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। দেশ আজ পুরোপুরি একটি অগণতান্ত্রিক সরকারের অধীনে চলে গেছে। এ করণেই আজ স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকার দলীয় লোকজন দখল করে নিচ্ছে।
মির্জা আলমগীর বলেন, বিগত কয়েক বছর ধরেই আমরা অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে রাজনীতি করছি।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আ. সালাম ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন আমিনুল হক প্রমুখ।